বিশ্ব মহামারী
- মোঃ বুলবুল হোসেন ২৭-০৪-২০২৪

বিশ্ব মহামারী
মোহাম্মদ বুলবুল হোসেন।

রাজা মানবে না মন্ত্রী মানবে না
মানবে না কোন বর্ণ।
ক্ষুদ্র জীবাণু জগতের সবার।
করছে আজ দম্ভ চূর্ণ।

ধর্ম নিয়ে যুদ্ধ করো
হিন্দু মুসলমান।
করোনা এবার এসে গেছে
যাবে সবার প্রাণ।

ধর্ম নিয়ে অহংকার করে
করছি আমরা লড়াই।
মৃত্যুর ডাকছে হাতছানি দিয়ে।
কই দম্ভের বড়াই।

কফিন বন্দি মানুষ গুলো
দেখছি সবাই শত
বাঁচার জন্য আল্লাহর কাছে
করো মাথা নত।

উন্নত দেশে মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত
বেড়েই চলছে।
করুনার ভয়ে সবার মনে আজ
আতঙ্ক বাড়ছে।

সবাই আমরা সচেতন থেকেও
আছি চিন্তায়।
বুকের মধ্যে রয়ে গেছে
ভয় ভাবনায়।

কত প্রাণ যাইতেছে ঝরে
ধূলিকণার পরে।
চোখের জলে বুক ভাসায়
স্বজন হারানো তরে।

মৃত্যুতে কাঁদছে মানুষ এখন।
হবে কি সবার
এই জগতে লক্ষ সবার
বেঁচে থাকার।

এই জগতের সবই রবে
বাইবে না কেউ তরী।
শুরু করেছে করোনা ভাইরাস
দেখ বিশ্ব মহামারী।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

M2_mohi
২৪-০৩-২০২০ ০৯:৪১ মিঃ

গ্রাম কিংবা শহরের খেটে খাওয়া মানুষ না খেয়ে মরবে। হে দুনিয়ার মালিক তুমি ক্ষমা করো। বাঁচতে দাও সবাইকে তোমার সুন্দর পৃথিবীতে।